দাঁতে গর্ত হয় কেন
দাঁতে গর্ত হয় কেন? অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। যারা এই সমস্যায় ভুগছে, তারা জানেন এটা কী কষ্টের! দাঁতে গর্ত হয় কেন - এটা সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। এই লেখাটির মূল টপিক হলো, দাঁতে গর্ত হয় কেন?
দাঁতে গর্ত হয় কেন - কারণগুলো এই পোস্টে তুলে ধরা হবে। মনোযোগ দিয়ে লেখাটি পড়ুন এবং জেনে নিন, দাঁতে গর্ত হয় কেন?
পেজ সূচি:
- ভূমিকা
- দাঁতে গর্ত হয় কেন
- দাঁতে গর্ত হলে কি কি সমস্যা হয়
- দাঁতে গর্ত হলে এর চিকিৎসা
- দাঁতে গর্ত না হওয়ার জন্য আপনার যা যা করণীয়
- সঠিকভাবে দাঁত ব্রাশ করার নিয়ম
- পরিশেষে
ভূমিকা:
দাঁতে গর্ত হওয়া অনেক বড় একটি সমস্যা। এরকম দাঁতে গর্ত হলে খাবার খেতে কষ্ট হয়, মাড়ি ফুলে যায়, অনেক সময় পাশের দাঁতগুলোও আক্রান্ত হয়। দাঁতে গর্ত হয় কেন? এর কারণগুলো জানা সত্যিই খুব দরকার, যাতে আগেই প্রতিরোধ করা সম্ভব। এই লেখাটি পড়ে জানতে পারবেন- দাঁতে গর্ত হয় কেন?
দাঁতে গর্ত হয় কেন?
দাঁতে গর্ত হওয়ার অসংখ্য কারণ রয়েছে। অবশ্যই আমাদের সবগুলো কারণ সম্পর্কে অবগত থাকা উচিৎ। দাঁতে গর্ত হয় কেন - কারণগুলো তুলে ধরছি-
- ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই দাঁত ক্ষয় হয়ে থাকে।
- ঘন ঘন স্ন্যাক্স ও ড্রিঙ্কস খাওয়া, অনেকক্ষণ যাবত দাঁতের মধ্যে খাবার লেগে থাকলে দাঁতে গর্ত হয়।
- ফ্লোরাইড এর অপর্যাপ্ততা, মুখ ড্রাই থাকা, মুখের স্বাস্থ্যবিধি না মানার ফলেও এই সমস্যা হতে পারে।
- পুষ্টির ঘাটতি এবং ক্ষুধামন্দার সমস্যা থাকা ইত্যাদি কারণে দাঁতে গর্ত ও দাঁত ক্ষয় রোগ হয়ে থাকে।
- দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ, দাঁত ভেঙে গিয়ে কিংবা রুট ক্যানেল চিকিৎসার জন্যও দাঁতে গর্ত হয়ে যায়।
দাঁতে গর্ত হলে কি কি সমস্যা হয়?
দাঁতে গর্ত হয় কেন - সেগুলো তো জানলেন। এবার জেনে নিন, দাঁতে গর্ত হলে আপনি কি কি সমস্যার মুখোমুখি হবেন-
- দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে সংক্রমণ হয়।
- দাঁত ব্যথা করে ও শিরশির অনুভূতি শুরু হয়।
- শিশুদের এই গর্ত বা ক্যাভিটি হলে তারা ব্যথায় কষ্ট পায় ও কিছু খেতে গেলেই দাঁত শিরশির করে ওঠে।
দাঁতে গর্ত হলে এর চিকিৎসা:
দাঁতে গর্ত হয় কেন, এর ফলে কি কি সমস্যা হয় - সেগুলো তুলে ধরলাম। এবার জেনে নিন, দাঁতে গর্ত হলে কি কি চিকিৎসা নিতে হবে-
দাঁতের গর্তের লক্ষণ দেখা দেওয়া মাত্র দেরি না করে শূন্য জায়গাটা ভর্তি করে নেওয়া উচিত। কারণ ডেন্টাল ক্যারিজ যদি ধীরে ধীরে ডেন্টিন থেকে আরও গভীরে অর্থাৎ পাল্প চেম্বার পর্যন্ত চলে যায়, তবে ব্যথার তীব্রতা বেড়ে যায়। চিকিৎসা ব্যবস্থাও জটিল হয়ে পড়ে।
ভাঙা দাঁতকে আজকাল ফিলিং ম্যাটেরিয়াল বা লাইট কিউর দিয়ে সুন্দরভাবে পূরণ করা যায়, যা দেখতে অবিকল স্বাভাবিক রঙের হয়। রুট ক্যানেল চিকিৎসা করা দাঁতের ক্রাউন বা মুকুট বসাতে দেরি করা উচিত নয়।
ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় খুবই ছোট কালো গর্তের মতো দেখায়। এই কালো
গর্ত দাঁতে তৈরি হলেও ব্যথা অনুভূত হয় না। তাই শিশুরা তো বটেই,
প্রাপ্তবয়স্করাও বুঝতে পারে না যে গর্ত তৈরি হচ্ছে।
দাঁতে গর্ত না হওয়ার জন্য আপনার যা যা করণীয়:
দাঁতে গর্ত হয় কেন, এর কারণগুলো জানার পাশাপাশি আরো কিছু তথ্য জানা আবশ্যক। দাঁতে গর্ত হলে কি কি চিকিৎসা নিবেন, সেগুলো জানলেন। কিন্তু দাঁতে যাতে গর্ত না হয়, সেজন্য আগাম কি কি করণীয় জেনে নিন-
- সঠিক নিয়মে প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করা।
- চিনিযুক্ত পানীয় বা আঠালো খাবার, অম্লযুক্ত খাবার, কফি ইত্যাদি এড়িয়ে চলা বা খাওয়ার পর কুলি করে মুখ ধুয়ে ফেলা।
- শুধু ব্রাশ নয়, সুতা বা ফ্লস দিয়ে দাঁতের ফাঁক পরিষ্কার করা।
- ধূমপান বর্জন।
- নিয়মিত দাঁত পরীক্ষা করা।
সঠিকভাবে দাঁত ব্রাশ করার নিয়ম:
দাঁতে গর্ত হয় কেন, সেই কারণগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হলো- সঠিকভাবে দাঁত ব্রাশ না করা। দাঁত ব্রাশ করার কিছু নিয়ম রয়েছে-
- প্রতিদিন অন্তত ২ বার ভালোভাবে আপনার দাঁত ব্রাশ করুন এবং প্রতিবার দুই মিনিট করে সময় নিবেন।
- এমনভাবে ব্রাশ করতে হবে যেন আপনার ব্রাশ দাঁতের সব দিকে পৌঁছায় এবং আপনার জিহবাকেও যেন স্পর্শ করে।
- দাঁত ব্রাশ করার সময় প্রথম দুই মিনিট একটি শুষ্ক ব্রাশে শুধু পানি ব্যবহার করে আপনার দাঁত ব্রাশ করুন। এটায় কোন টুথপেষ্ট থাকবে না।
- খেয়াল রাখবেন যেন মাড়ির নিচে আপনার দাঁতের সাথে লেগে থাকা biofilm (হলদেটে প্লাক) পরিষ্কার হয়।
- GUM লাইনের নিচে ব্রাশ সহজে বাঁকানো এবং সরানোর জন্য একটু সময় নিন, কারণ এটা পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- এই দুই মিনিট পর টুথপেস্ট লাগানো যেতে পারে। আপনি এতে ফ্লোরাইডের সুবিধা পাবেন, দাগ দূর করতে পারবেন। আপনার দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।
পরিশেষে:
দাঁতে গর্ত হয় কেন, এটা হলে কিরকম চিকিৎসা নিতে হবে, সবকিছু তুলে ধরলাম। আশা করি উপকৃত হবেন। দাঁত নিয়ে কোনো অবহেলা নয়। দাঁতে গর্ত হয় কেন, এর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে আগে থেকেই সতর্ক থাকা উচিৎ। (25957)
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url