রাজশাহীর জনপ্রিয় দর্শনীয় স্থান ও বিখ্যাত কিছু খাবার
বর্তমানে ভ্রমণ পিপাসুরের জন্য রাজশাহী শহর একটি আদর্শ জায়গা। সুন্দর মনোরম পরিবেশ নিরিবিলি শহর হিসেবে রাজশাহীর সুনাম শুরু থেকেই হয়ে আসছে। এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যে রাজশাহী ঘুরতে এসে তার পছন্দ হয়নি। বর্তমানে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য শ্রেষ্ঠ জায়গা রাজশাহীর ভিতরে। এবং রাস্তার পাশে প্রতিটি মোড়ে মোড়ে ছোট ছোট ফাস্টফুডের দোকান যেখানকার খাবার সর্বস্তরের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
পোস্ট সূচীপত্রঃ
পদ্মা গার্ডেন ও লালন শাহ মুক্তমঞ্চ
টি-বাঁধ ,আই বাঁধ ও সিএন্ডবি রাস্তা
আপনি যদি রাজশাহীর শান্ত, সিগ্ধ কিংবা অপরুপ কোথাও যেতে চান তাহলে আপনাকে ঘুরে আসতে হবে এই দুই বাঁধে। এখানে পদ্মার শীতল হাওয়া নিমিষেই আপনাকে মুগ্ধ করে তুলবে। তার সাথে রয়েছে সর্বস্তরের নিরাপত্তা এবং সুশীল পরিবেশ যা একজন দর্শনার্থীর মন ভালো করার জন্য যথেষ্ট।
রাজশাহীর সবচেয়ে সুন্দর, শ্যামল রাস্তাগুলোর মধ্যে সিএন্ডবি অন্যতম। খুব সকালে এই রাস্তায় হাঁটলে আপনি অনুভব করতে পারবেন এক নৈসর্গিক মায়া। সন্ধ্যার জাঁকজমক সিএন্ডবিতো রয়েছেই, সেই সাথে রয়েছে এখানকার গরম গরম রসগোল্লা।
আরো পড়ুনঃ নাটোর জেলার পরিচিতি ও এর ইতিহাস
প্যারিস রোড, আলোকসজ্জিত রোড
রাজশাহী এসে প্যারিস রোড ঘুরে যাননি এমন মানুষ খুব কমই আছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর একটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। এর চারিদিকের অপরূপ লাবণ্যতা আপনাকে এনে দিবে অন্যরকম প্রশান্তি।
রাজশাহীর প্রতিটি রাস্তা দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে। আরো বেশি বিমোহিত হতে থাকবেন রাতের আলোকসজ্জিত রাস্তাগুলো দেখলে। অন্যতম হিসেবে রয়েছে তালাইমারি থেকে আলুপট্টি, তেরোখাদিয়া এছাড়াও প্লেন চত্বরের রাস্তা। রাতে এই রাস্তাগুলোতো রিকশাযোগে কিংবা হেঁটে পথ চলতে শুরু করলে আলোর ঝলকানিতে আর পথ ফুরোতে ইচ্ছে করবে না।
রাজশাহী চিড়িয়াখানা ,জিয়া শিশু পার্ক
প্রায় ৩৩ একর ভূমিতে নির্মিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্র এবং শিশুপার্ক হিসেবেও ব্যবহৃত হয়। এটা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি ২৫ টাকা করে টিকিট কেটে যে কেউ এখানে প্রবেশ করতে পারবেন। আর পিকনিক স্পটের জন্য আলাদাভাবে ফি জমা দিতে হয়। চিড়িয়াখানার মধ্যে রয়েছে আরেকটি নবনির্মিত নভোথিয়েটার। যা একজন দর্শনার্থীকে নতুনত্ব ভ্রমণের আনন্দ প্রদান করে।
রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক এই শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। যার অন্যতম সৌন্দর্য হিসেবে রয়েছে দীঘির মাঝখানে কৃত্রিম পাহাড়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পার্কটি, যার প্রবেশমূল্য ২৫ টাকা।
আরো পড়ুনঃ সিলেট কি জন্য বিখ্যাত
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url