ফানি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো দেখুন

 প্রিয় পাঠকগণ,এখানে কিছু বাংলা ফানি স্ট্যাটাস তুলে ধরা হল। আশাকরি এই সমস্ত স্ট্যাটাস গুলি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে উল্লেখিত ফানি স্ট্যাটাস গুলি ফেসবুক স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, ফানি স্ট্যাটাস ও ক্যাপশন গুলি পড়ে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ

বাংলা ফানি স্ট্যাটাস

1. শুনেছি ভালো ছেলেদের কপালে নাকি দজ্জাল বউ জোটে!! কথাটা শোনার পর খুব টেনশন এ আছি।

2. মাঝে মাঝে নিজের উপর হিংসে হয়! একটা মানুষ এতো ভালো হয় কিভাবে।

3. মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য! আর আজকাল বন্ধু গুলো পাল্টে যাচ্ছে প্রেমের জন্য।

4. একটা বেস্টফ্রেন্ড লাগবে! আগেরটা বড়লোক হয়ে গেছে।

5. জীবনে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন! যে জোর করে মোবাইলে রিচার্জ করে দেবে।

6. সিঙ্গেল থাকা একটা আর্ট…!!! জোড়া তো জুতোও হয়।

7. ফোন করে অনলাইনে আসো বলার মতো কেউ নেই! তাই আমি সব সময় অনলাইনে থাকি।

8. ঘুম যাদের দেরিতে ভাঙ্গে তারাই আসল মানুষ! সকাল সকাল তো মুরগিও ওঠে।

9. মানুষ ভুল থেকে ভুল শুধরায়! আর আমি ভুল থেকে উৎসাহ পেয়ে আবারো ভুল করি।

10. কি দরকার সিঙ্গেল থাকার…!!! আসুন মিলেমিশে প্রেম করি।

 আরও পড়ুনঃ ফেসবুকের পরিচিতি

11. আগের দিনে ভিলেন থাকতো মেয়ের বাবা!! আর এখনকার দিনে ভিলেন থাকে মেয়ের বেস্ট ফ্রেন্ড।

12. এর কথা তার কাছে, তার কথা এর কাছে না লাগিয়ে, গাছ লাগান! পরিবেশ বাচাঁন!

13. এক ঘন্টা ময়দা মাখার পর মেয়েটি পোস্ট দিলো, মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য আসল!

14. যখন ভাবি তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার! ঠিক তখনই কারেন্ট চলে আসে।

15. বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে খুব সকালে যাবেন! কারন তখন বিউটি পার্লার বন্ধ থাকে।

16. এমনভাবে কাজ করো..! যাতে লোকে বলে, ছেড়ে দে ভাই, আমি নিজেই করে নেবো।

17. বাংলাদেশ হল এমন একটি দেশ!!!! যেখানে লোকেরা অন্যদের জ্ঞান প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে।



18. কিছু মানুষ গুপ্তধনের মতো! মনে হয়, তাদের যেন মাটিতে পুঁতে রাখি।

19. বাবা: তোমার রেজাল্ট এতো খারাপ কেন..? আমি: ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয়।

20. কারোর প্রেমে পড়ার বদলে ঘর ঝাড়ু দেওয়া ভালো! অন্তত মা খুশি হবেন।

ফানি ক্যাপশন

21. তাড়াহুড়া করা শয়তানের কাজ! তাই আমরা দেরিতে ঘুমাই এবং দেরিতে ঘুম থেকে উঠি।

22. জীবন একটা চাইনিজ ফিল্মের মতো হয়ে গেছে! চলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না।

23. কাল রাতে স্বপ্ন দেখলাম চাওমিন খাচ্ছি!!! সকালে উঠে আর হেডফোনটা খুঁজে পাচ্ছি না।

24. ভালো মানুষ নাকি বেশিদিন বাঁচে না! এটা শোনার পর খুব টেনশনে আছি।

25. নিজেকে এমনভাবে তৈরি কর, যাতে পেঁয়াজ ছাড়া তোমাকে আর কেউ কাঁদাতে না পারে!

26. হঠাৎ করে প্রেমে পড়ার চেয়ে, ধপাস করে কাদায় পড়া অনেক ভালো!

27. দু টাকা হারিয়ে মেয়েটি পোস্ট দিল, আস্তে আস্তে জীবন থেকে সব হারিয়ে ফেলছি।

28. মাঝে মাঝে খুব মরে যেতে ইচ্ছে হয়! শুধু শাশুড়ির মেয়ের কথা ভেবে বেঁচে আছি।

29. পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি! কোন বেতন ছাড়া এতো ভালো সার্ভিস দেয়, কি বলবো।

 আরো পড়ুনঃ গুগল সার্চ কি ও কিভাবে গুগল সার্চ কাজ করে

30. সবার মন খারাপ থাকে না…! কারো কারো মাথার খুলিও থাকে।

31. প্রকৃত স্বামী তো সেই, যে বউয়ের কষ্ট দেখে, আরেকটা বউ ঘরে আনে!

32. জীবন খারাপ হলেও চলবে! ফোনটা যেন খারাপ না হয়।

33. ভাবতে অবাক লাগে! আমিও একদিন কম্বল নিয়ে কাড়াকাড়ি করার জন্য বউকে খাট থেকে ফেলে দেবো।

34. জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে! মাঝখানে শুধু প্রেমটা শয়তানের হাতে।

35. এদেশে বয়ফ্রেন্ড নিজের পায়ে দারাতে দারাতে, গার্লফ্রেন্ড এর বাচ্ছা হাঁটা শিখে যায়।

36. আগে ধৈর্যের ফল মিষ্টি ছিলো! কিন্তু এখন ধৈর্যের ফল অন্য কোথাও বিয়ে করে।

37. একটি মেয়ের সামনে… আরেকটি মেয়ের প্রশংসা করা মানেই, পেট্রোল পাম্পের সামনে সিগারেট জ্বালানো!

38. বিয়ের পরও মানুষ ছাত্র থাকে! বউ ভাবে মা পড়াচ্ছে, আর মা ভাবে বউ পড়াচ্ছে।

39. কিছু কিছু মানুষের মুখ দেখলে বোঝা যায় মানুষটা কতোটা নিষ্পাপ! যেমন- আমি।

40. যে মেয়ের Bf নাই, সেই মেয়ের জন্য আমি আছি! কারণ মানুষ তো মানুষেরই জন্য।

41. অপেক্ষা করা যে কতোটা কষ্টের…!!! সেটা ফোনে চার্জ দিলেই বুঝতে পারা যায়

42. বিয়ের সিজন চলছে!!! এখন চাকরিজীবীরা এসে অন্যের Gf নিয়ে যাবে।

43. প্রেম সবার জীবনে আসে! আমার জীবনেও এসেছিলো। আমি বাসায় ছিলাম না।

44. আসলে জীবনটা মাটির চুলার মতন! বাঁশ একটা শেষ না হতেই আরেকটা রেডি।

শেষ কথা

প্রিয় পাঠক আপনাকে ধন্যবাদ এতক্ষন আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জান্য ।এই ধরেনের আরো ফানি ফেসবুক স্ট্যাটাস পেতে সাথে থাকুন এক্স ডিসক্রাইব এর। আপনার কাছে আজকের ব্লগ পোস্টি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করুন , ধন্যবাদ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url