ইমোশনাল স্ট্যাটাস বাংলা ও ইংরেজি

প্রিয় পাঠকগণ,এখানে কিছু ইমোশনাল স্ট্যাটাস বাংলা ও ইংরেজি তুলে ধরা হলো। আশাকরি এই স্ট্যাটাস গুলি আপনাদের ভালো লাগবে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপনারা এগুলো স্ট্যাটাস ও ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন।তাহলে চলুন আর দেরী না করে, ইমোশনাল বাংলাদেশ স্ট্যাটাস গুলি পড়ে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ

ইমোশনাল স্ট্যাটাস

1 . “ইমোশন হলো ১টি মোমবাতির মতো, যা কিছুক্ষনেই নিভে যায়।

কিন্তু বিবেক হলো সূর্যের মতো, যা কখনােও নিভে না।”

2 . “যখন আমি ছোট ছিলাম, তখন সব কিছুই ভুলে যেতাম।

সবাই তখন বলতো মনে রাখতে শেখো।

3 . আজ বড় হয়ে, ভূলে যেতে চেয়েও কিছুই ভুলতে পারি না।

কিন্তু এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো।”

4 . “পাওয়ার আনন্দটা ক্ষণিকের হয় ;;;

কিন্তু না পাওয়ার বেদনাটা সারাজীবনই থেকে যায়।”

5. “তখনই খুব বেশি কষ্ট হয় ;;;

যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয়!”

6. “মানুষ তখনই কাঁদে >>> যখন সে তার নিজের মনের সাথে লড়াই করে হেরে যায়।”

“মানুষ যদি চাইলেই তার জীবনের সব কষ্টগুলো ভুলে যেতে পারতো ;;;>>>

তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না।”

7. “যে মানুষটা আমার নীরব থাকার কারন বুঝতে পারেনা,,,

সে আমার অনুভূতিগুলোর শব্দ সম্ভার বুঝবে কিভাবে।”

8. “চোখের জল সবাই দেখতে পেলেও,,,

হৃদয়ের কষ্টগুলো কেও দেখেনা!!!”

9. “যেকোন জিনিস ভাঙলে শব্দ হয়,,,

কিন্তু, মন ভাঙলে কোন শব্দ হয়না।

তাই বলেইতো যার মন ভাঙে >>>

একমাত্র সেই বুঝে মন ভাঙ্গার কত যন্ত্রণা!!!”

আরো পড়ুনঃ ইমোশনাল স্ট্যাটাস ও ক্যাপশন

10. “প্রতিটি মানুষেরই কখনও কখনও একা থাকা ভালো!!

কারন একা থাকলে অন্য কেউ গভীরভাবে আঘাত করতে পারে না।”

11. “জীবনের সেরা শিক্ষা কাকে বলে,, সেটা তখনি বুঝতে পারবেন >>>

যখন আপনি কোন মানুষের কাছে ১টি বারের জন্য হলেও ঠকে যাবেন।”

12. “স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতিটা মুহূর্তে মানুষের মনে একেক সমুদ্র দুঃখ ধারন করায়।

তাই মানুষের হৃদয় প্রশান্ত মহাসাগরের মতো।

যার হৃদয় যতটা গম্ভীর, তার হৃদয়ে ততটাই গভীর কষ্ট।”

13. “সকল কষ্ট মধুর হয়ে যায়,,, যদি তুমি সেই কষ্ট দাও।

মুখের কথাও হয় যে গান,,,,, যদি তুমি সেটি গাও।”

14. “মানুষ তখনই একাকীত্ব অনুভব করতে পারে,,,

যখন সে নিজের সাথে কথা বলে।

কারণ তখন তার কথা শোনার মতো,,

আর কেউ থাকে না।”

15. “জীবনে সেই সময়গুলো খুবই কঠিন হয়,,

যখন চোখের পানি ফেলতে হয়।

কিন্তু তার চেয়েও বেশি কঠিন হলো,,,

যখন চোখের পানি লুকিয়ে হাসতে হয়।”

মেয়েদের ইমোশনাল স্ট্যাটাস

16. “নারীকে জীবনের অর্ধেক কষ্ট দেয় পরিবার,,,

আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ, যাকে সে ভালোবাসে!”

17. “মেয়েরা সামান্য কারণে কাঁদে!

আবার অত্যন্ত কঠিন যন্ত্রণাও নীরবে সহ্য করতে পারে।”

18. “নরম মনের মেয়েদের কষ্ট দিও না।

তারা অতিরিক্ত কষ্টের জন্য রাতে ঘুমাতে পারে না!”

19. “একটা মেয়ের জীবনটা নষ্ট করার জন্য,,

একটা ছেলের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট!”

20. “মেয়ে মানে হলো চেহারা খারাপ হলে বিয়ে হবে না।

মেয়ে মানে হলো রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি সোনা।”

ইমোশনাল স্ট্যাটাস কবিতা

21. “ভালোবাসনি বলে বন্ধু দুঃখ দিলা এই মনে,,

তবে কেনো বাসবা ভালো বললে কানে কানে

শেষের পথে আজ কেনো ভালোবাসতে চাও

এখনো সময় আছে আমায় ভুলে যাও।”

22. “পথের কাটায় পা কেটেছে, ফুলের কাটায় হাত,,

মনের কাটায় মন কেটেছে, কাঁদি দিনরাত।

23. চোখের দেখায় ভুল হয়েছে, এখন মনে হয়,,

যাকে আমার সব ভেবেছি, সেই তো আমার নয়।”

আরো পড়ুনঃ ফানি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো দেখুন

24. “জীবনটা আজ সাদা পাতা, লেখার কিছুই নেই,,

মরুভূমিতে দাঁড়িয়ে আছি, পুরনো আমি সেই।

হঠাৎ করে কেনো কেদে উঠে, আজ আমার মন,,

তাকিয়ে দেখি হারিয়ে গেছে, আমার সেই আপনজন।”

25. “তুমি ভুল বুঝে চলে গেলে আমায় করে একা,,

তুমি ছাড়া এই ভুবনে আমার নেই যে সুখের দেখা।

বলেছিলে আমার সাথে থাকবে তুমি চিরদিন,,

আজ তুমি নেই বলে তাই আমি স্বপ্নহীন।”

26. যদি লেখা হয় হাজারও উপন্যাস,,

তবুও ফুরাবে না আমার এই হৃদয়ের কথা।

কোন কলমে লিখবো আমি আমার মনের বেথা?

প্রতিটি পর্যায়ে জীবন আমার দুঃখ দিয়ে গাঁথা।

ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস

27. “তুমি ততটাই ফিরে পাবে,, >> যতটা তুমি কাউকে দেবে।

সেটা তোমার ভালবাসা হোক কিংবা দুঃখ-কষ্ট।”

28. “প্রাণোচ্ছল কিশোর ছেলেটাও >>

একসময় দায়িত্বের বোঝা মাথায় নিয়ে চুপচাপ হয়ে যায়।

তার সুন্দর হাসিটাও একসময় মিলিয়ে যায় পরিস্থিতির সাথে।”

29. “একটি ছেলের কাছে তার বোন, মা, স্ত্রী এবং কন্যা যতটা নিরাপদ,,,

এর চেয়ে বেশী নিরাপত্তা তাদেরকে কোন সামরিক বাহিনীও দিতে পারবে না।”

30. “যতবারই আমি দুহাত মেলে ভালোবাসা বিলিয়েছি,,,

আরও পড়ুনঃ বাদাম খাওয়ার উপকারিতা

ততবারই সাজানো-গোছানো অবহেলা ফেরত পেয়েছি।

সবার কাছে অমূল্য হওয়ার চেয়ে কোন একজনের কাছে দুর্মূল্য হওয়াটাও বিশেষ।”

31. “ভুলটা শুধু আমার একারই ছিল,,

“কতোটা আঁধার হলে কান্না লুকানো যায়?

কতোটা ভালোবাসলে তার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়?

এই জীবনে ভালোবাসার বিনিময়ে হয়তো আমার আর ভালোবাসা পাওয়া হলো না।”

32.  “আমি এমন একজন মানুষ, যার কাঁধে মাথা রেখেও তুমি অন্য কারোর জন্য কাঁদো।

আমি এমন একজন মানুষ, যার চোখে চোখ রেখেও তুমি অন্য কারোর স্বপ্ন দেখো।”

33. সত্য“একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় >>>

যখন নিজের বিবেক বলে উঠে যে >>>

এ জগতে তোমার জন্য ভাবার কেউ নেই।”

রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস

34. “মানুষ তার খুব স্পেশাল কারো জন্য জীবনের সমস্ত আয়োজন নিয়ে অপেক্ষায় থাকে।
      কিন্তু অসময়ে ভুল মানুষকে পেলে সেই সমস্ত আয়োজনই বৃথা হয়ে যায়।”

35. “যদি জানতাম তোমার কষ্টের কারন হবো আমি,
তোমার এক ফোঁটা অস্রুর কারন হব আমি,,
তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না তোমার জীবনে!!
শুধু দুর থেকে ভালোবেসে যেতাম তোমায়!!!”

36. “মানুষ যখন জানতে পারে যে, তাকে ছাড়া আমরা বাঁচতে পারি না >>
ঠিক তখনই তারা সেই সুবিধা নিতে শুরু করে।”

37. “আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়,,,
তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না!”

38. “কাউকে বেশি মিস করো না,,, প্রেমে পড়ে যাবে!!! কাউকে কষ্ট দিয়ো না,,, পরে নিজেই কষ্ট পাবে!!! কাউকে ভালোবেসো না,, হারিয়ে যাবে!!!
কাউকে পেয়ে ভুলে যেয়ো না, তাহলে সারাজীবন কষ্ট পাবে!!!”


39. “আমি সেদিনও দুহাত উজাড় করে এসেছিলাম,,, 
আর তুমি সেদিনও আমায় দিয়েছিলে অবহেলা। আজ রিক্তহস্ত আমি >>;;
আর আজ তুমি শূন্য ঝুলি পূর্ণ করে নিতে এসেছ??”

40. “স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে..!!
বোকারা তো কেবল অন্যকেই ভালো রাখে।”

ইংরেজি ইমোশনাল স্ট্যাটাস

41. “Life is 10% what happens to us and 90% how we react to it.”


42. “In the end, we will remember not the words of our enemies, but the silence of our friends.”


43. “The only way to do great work is to love what you do.”


44. “Sometimes you win, sometimes you learn.”


45. “The best way to predict the future is to create it.”


46. “Don’t cry because it’s over, smile because it happened.”


47. “Success is not final, failure is not fatal: It is the courage to continue that counts.”

শেষ কথা

প্রিয় পাঠক আপনাকে ধন্যবাদ এতক্ষন আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জান্য ।এই ধরেনের আরো ফানি , ইমোশনাল, অ্যাটিটিউড,ফেসবুক স্ট্যাটাস পেতে সাথে থাকুন এক্স ডিসক্রাইব এর। আপনার কাছে আজকের ব্লগ পোস্টি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করুন , ধন্যবাদ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url