ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট দেওয়ার সহজ উপায়

 ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার ব্যবহারের  ফাঁকে প্রায়ই স্ক্রিন লক করতে হয়। আজকের এ পর্বে নিয়ে এসেছি  স্ক্রিন লক করার ১০টি  সহজ পদ্ধতি । চলুন তাহলে জেনে নিই পদ্ধতিগুলো-



১.Start Menu-র মাধ্যমে –

▪️ প্রথমে Start button বা উইন্ডোজ আইকনে ক্লিক করতে হবে।

▪️ এক্যাউন্ট নামের উপর ক্লিক করে Lock এ ক্লিক করতে হবে ।

২. শর্টকাট-১

তাৎক্ষনিক লক করতে-

▪️ Windows key + L প্রেস করতে হবে।

আরো পড়ুনঃ ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনশট নিন সহজ উপায়

৩.শর্টকাট-২

▪️ Ctrl + Alt + Delete. প্রেস করে Lock এ সিলেক্ট করতে হবে।

৪.Task Manager এর মাধ্যমে-

▪️ Ctrl + Alt + Delete. প্রেস করে “Task Manager” এ ক্লিক করতে হবে।

▪️ এরপর “Users” ট্যাবে যেতে হবে।

▪️ অতপর user account সিলেক্ট করে “Disconnect” এ ক্লিক করতে হবে।



৫.Command Prompt এর মাধ্যমে-

▪️ সার্চবারে CMD টাইপ করে Enter দিতে হবে।

▪️ এরপর Rundll32.exe user32.dll,LockWorkStation এই কমান্ডটি লিখে Enter দিলেই লক হয়ে যাবে।

৬. Run Prompt এর মাধ্যমে-

▪️ Windows key + R প্রেস করে Run window ওপেন করতে হবে।

▪️ Run window তে Rundll32.exe user32.dll,LockWorkStation টাইপ করে Ok বা Enter দিলেই লক হবে ।

৭.Desktop Icon তৈরি করার মাধ্যমে-

▪️এজন্য ডেক্সটপ স্ক্রিনের উপর রাইট ক্লিক করে “New” > “Shortcut.” এ ক্লিক করতে হবে ।

▪️ Type the location of the item এ Rundll32.exe user32.dll,LockWorkStation লিখে Next ক্লিক করলেই হয়ে যাবে।

আরো পড়ুনঃ মস্তিষ্ক সুস্থ রাখতে জরুরী টিপস সমূহ

▪️ লক করার জন্য ডাবল ক্লিক করতে হবে ।

৮.Screen Saver Settings এর মাধ্যমে।

৯.Dynamic Lock ব্যবহার করার মাধ্যমে।

১০.Remote Lock Feature এর মাধ্যমে।

প্রিয় পাঠকগণ, আপনাদের মাঝে শেয়ার করলাম কম্পিউটার বা ল্যাপটপে খুব সহজে স্ক্রিনশট নেয়ার দশটি উপায়। পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এরকম আরো তথ্যবহুল সুন্দর সুন্দর পোস্ট পেতে এক্স ডিসক্রাইব এর সাথেই থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url