ডেটা কি এবং ডেটা রিকভারি সম্পর্কে জানুন বিস্তারিত

 আমাদের এ ডিজিটাল লাইফের অবিচ্ছেদ্দ অংশ হচ্ছে ডেটা।কম্পিউটার মোবাইল বা ইন্টারনেট যাই ব্যবহার করিনা কেন, ডেটা আমাদের ডিজিটাল লাইফে প্রতিটি মূহুর্তকে ঘিরে রেখেছে পারস্পরিক ভাবে।প্রতিটি ক্ষেত্রেই আমরা ডেটা দিয়ে ঘীরে আছি।

পোস্ট সূচিপত্র

ডিজিটাল লাইফের এক অবিচ্ছেদ্দ অংশ ডেটা

 ডিজিটাল লাইফের এক অবিচ্ছেদ্দ অংশ ডেটা। আর এসব ডেটা আমরা, আমাদের  হার্ডডিস্ক, পেনড্রাইভ, মেমরী কার্ড সহ বিভিন্ন ডেটা স্টোরেজে সেফ করে থাকি। আমাদের প্রয়োজনীয় ডেটা, ছবি, ফাইল, ডকুমেন্ট, মিউজিক, মুভি ইত্যাদি সবকিছুই আমরা আমাদের হার্ডড্রাইভে অথবা পেনড্রাইভে কালেকশন করে থাকি। এসব ডেটার মধ্যে যে ডেটা গুলি আমাদের গুরুত্বপূর্ণ হয় সে ডেটা গুলো আমরা আলাদা কোনও স্টোরেজে স্টোর করে থাকি, আমাদের হার্ডডিস্কের বাইরে এসব ডেটা রাখার জন্য আমরা প্রায়ই ব্যাকআপ করে থাকি।

তবে কিছু কিছু সময় আমাদের এমন সময়ও আসে, যখন আমরা এক্সিডেন্টালি অথবা ভুলবশত আমাদের ব্যাকআপ করে রাখা অথবা সাধারনভাবে স্টোর করে রাখা এ ডেটা গুলো আমাদের অজান্তেই অথবা এক্সিডেন্টালি ডিলিট করে দেই।

আরো পড়ুনঃ samsung এবং অন্যান্য মোবাইল ফোনের মধ্যে পার্থক্য

গুরত্বপূর্ণ ডেটা, ডকুমেন্ট অথবা নিজের সবচেয়ে সুন্দর মূহুর্তের কোন ছবি ডিলেট হয়ে যাওয়া কতটা কষ্টদায়ক তা শুধুমাত্র যিনি ভূক্তভুগি তিনিই একমাত্র জানেন। আর নিজের সবচেয়ে সুন্দর মূহুর্তের ছবিটি অথবা নিজের সবচেয়ে প্রিয় গানটি অথবা মিউজিকটি, অথবা মুভিটি কোন এক অজানা কারনে, অথবা ভাইরাস প্রবলেমের কারণে অথবা এক্সিডেন্টালি রিমুভ হয়ে যাওয়া খুবই কষ্টদায়ক।

কোন ডেটা  ডিলিট করে ফেললে তখন কি হয়

যখন কোন ডেটা আমরা আমাদের প্রয়োজনীয় কোন ডিভাইস থেকে ডিলেট করে ফেলি তখন তা আমরা দেখতে পাই, যে তা রিসাইকেলবিন অথবা ট্রেস এ চলে যায় এবং আমরা ডিলেট করে ফেললে সে ফাইলটি ট্রেস এ রিসাইকেলবিন এ দেখতে পারি এবং রিসাইকেলবিণে যদি ফাইলটি থেকে থাকে তাহলে আমরা সে ফাইলটি আবার রিকভারি করতে পারি। আর যখন কোন ফাইল আমরা সম্পূর্নভাবে ডিলেট করে দেই তখন আসলে ফাইলটির একটি রেফারেন্স ফাইল হার্ডডিস্কে থেকে যায় এবং ফাইলের ফাইল হেডারটি প্রকৃত পক্ষে ফাইল যে লোকেশন থেকে ডিলিট করা হয়েছে সেখানেই অবস্থান করে।

ডিলিট হয়ে যাওয়া ফাইল কী ফিরিয়ে আনা সম্ভব

এর মানে হচ্ছে ফাইলটি কম্পিউটার থেকে ঠিকই চলে যায় কিন্তু কম্পিউটার হার্ডডিস্ক থেকে সেটি আর রিড করতে পারে না। কিন্তু সেটি হার্ডডিস্কে ঠিকই থাকে, যতক্ষন পর্যন্ত না ঠিক একই লোকেশনে অন্য কোন ফাইল সেভ হয়। অর্থাৎ আপনি যখন কম্পিউটার থেকে একটি ফাইল ডিলিট করে দেন, ডেটা রিকভারী সফটওয়্যারের সাহায্যে আপনি আবার সে ফাইল, হেডার রিড করতে পারেন এবং সেইম লোকেশনে যদি অন্য কোন ফাইল সেভ করা না হয়ে যায়, তাহলে সে ফাইলকে আবার ফিরিয়ে আনা সম্ভব।

আমাদের প্রায়ই এরকম হয়, ভাইরাসের কারনে অথবা আমাদের অজান্তেই ভুলবশত আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট ছবি অথবা যেকোন মুভি, মিউজিক ডিলিট হয়ে যায়। যেহুতু কম্পিউটার এ ডিলিট হওয়া ফাইলের সম্পূর্ন ডেটা মুছে না ফেলে হেডারের কিছু অংশ  কম্পিউটারে রেখে দেয় ডেটা রিকভারী সফটওয়্যারের সাহায্যে আমরা এ ডেটাও হেডার ফাইল পূনরায় রিড করে একে রিবিল্ড করে আবার ফিরিয়ে আনতে পারি। আমাদের প্রিয় এবং প্রয়োজনীয় এসব ফাইল ভুলবশত ডিলেট হয়ে যাওয়া, অথবা ভাইরাসের কবলে পরে ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনা সম্ভব একদমই।

 যেসব কারনে ডেটা রিকভারী করতে হয়

১. কোন কারন আপনার ডেটা ডিলেট হয়ে গেলে।
২. কোন কারন আপনার ডেটা ফরমেটেড হয়ে গেলে।
৩. হার্ডড্রাইভ অথবা পেনড্রাইভ ডেমেজ হয়ে গেলে।
৪. ভাইরাল এটাকের কারনে, অর্থাৎ ভাইরাস এটাকের কারনে আপানার অপারেটিং সিস্টেমের যদি ক্রেশ অথবা ইরোর দেখা দেয়।

আরো পড়ুনঃ  কিবোর্ডের পরিচিতি ও আবিষ্কারের তথ্য

৫. আপানার পার্টিশন যদি কোন কারনে লস হয়।
৬. আপানার 'র'পার্টিশনে যদি সমস্যা দেখা দেয়।

ডাটা রিকভারি সফটওয়্যার

EaseUS ডেটা রিকভারী সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ডিলেট হয়ে ফটোস, ভিডিওস, মিউজিক, ই-মেলস এবং আরো সবধরনের ডেটা রিকভার করতে পারবেন খুব সহজেই। আপনার ডেটা হার্ডড্রাইভে থাকুক, এক্সটারনার্ল হার্ডড্রাইভ থেকে হারিয়ে যাক, ইউএসবি ড্রাইভ হোক, সেটি মেমরী কার্ড হোক, ডিজিটাল ক্যামেরা হোক, মোবাইল ফোন হোক, মিউজিক প্লেয়ার হোক অথবা অন্য কোন ডেটা স্টোরেজ হোক EaseUS ডেটা রিকভারী সফটওয়্যারের মাধ্যমে আপনার ডিলেট হয়ে যাওয়া ডেটা ফিরিয়ে আনতে পারবেন দারুন ভাবে।

শেষ কথা

প্রিয় পাঠকগণ কে আমরা আলোচনা করলাম ডাটা রিকভারি সম্পর্কে আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এই ডাটা রিকভারি কত টুকু গুরুত্বপূর্ণ সুতরাং আজকের এই পোস্টটি আপনার কাছে ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং এরকম তথ্যবহুল পোস্ট পেতে এক্স ডিসক্রাইব এর সাথেই থাকুন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url